Header Ads Widget

Responsive Advertisement

সরকারীভাবে নিবন্ধন সনদ ও অনুমোদন পেয়েছে চট্টগ্রামের রিসার্চ ল্যাব


অবশেষে সরকারীভাবে নিবন্ধন সনদ ও অনুমোদন পেয়েছে চট্টগ্রামের রিসার্চ ল্যাব। আজ সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে ল্যাবের প্রতিষ্ঠাতা তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেলের হাতে এই সনদ তুলে দেন জাদুঘরের সহকারী কিউরেটর জনাব আনিসুর রহমান।

চট্টগ্রামের কলেজ, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রছাত্রীরা তাদের গবেষণা করার জন্য, প্রজেক্টে যন্ত্রপাতির সহযোগিতা, ড্রোন, রোবটিক্সসহ বিভিন্নরকম বিজ্ঞান চর্চা ও শিখার জন্য একটু প্লাটফর্ম চালু করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তরুণ এই বিজ্ঞানী।
তিনি আরো জানান যে এটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছিল। কারা কারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, কারা এসব শিখতে চাচ্ছে সেগুলার তথ্য সংগ্রহ করা ইত্যাদি।
অবশেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী তরুণ এই বিজ্ঞানীকে নিবন্ধন প্রদান করেন।
রিসার্চ ল্যাব চট্টগ্রামের উপদেষ্টা পরিষদে রয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ এম এ মালেক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ নূরুল কবীর, রিলায়েন্স ইলেক্ট্রনিক্সের মালিক ডিল মোহাম্মদ এবং টেকনিক্যাল উপদেষ্টা পরিষদে রয়েছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের জুনিয়র ইন্সট্রাক্টর আব্দুর রউপ, ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্টের  ইন্সট্রাক্টর রেজাউল করীম সহ প্রমুখ।                                                   

Post a Comment

0 Comments