৪৮ জন ক্ষুদে ও তরুণ রোবটিক্স গবেষকদের নিয়ে গঠিত হল 'রিসার্চ ল্যাব চট্টগ্রাম'র কেন্দ্রীয় কমিটি (২০২২-২৩)
বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও রোবটিক্স গবেষণা ক্লাব হিসেবে পরিচিতি অর্জন করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মোট জনসংখ্যার ৩০% তরুণদের রোবটিক্স গবেষণা ও প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ, বিভিন্ন জেলার আওতাধীন স্কুলগুলোতে 'স্কুল রোবটিক্স ক্যাম্পেইন' পরিচালনা, বিভিন্ন রোবটিক্স যন্ত্রপাতি তৈরি, শিক্ষার্থীদের রোবটিক্স গবেষণার জন্য অফিস স্পেস ব্যবহারের সুবিধাসহ ইত্যাদি বিষয় নিয়ে ২০১৯ সালের ৪মার্চ থেকে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অনুমোদিত একটি কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাব। যেটি চট্টগ্রাম জেলা থেকে পরিচালিত হচ্ছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা ও রাঙামাটি পার্বত্য জেলার স্কুল সমূহে রোবটিক্স ক্যাম্পেইন আয়োজন করে এক অন্যরকম মর্যাদা লাভ করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
৯ টি অনলাইন ক্যাম্পেইন, ২ টি জেলা ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২৬০০ শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে ব্যবহারিকসহ প্রশিক্ষণ প্রদান করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
আজ এপ্রিল ২৫,২০২২ইং নগরীর The Kitchen রেস্টুরেন্টে রিসার্চ ল্যাব চট্টগ্রাম আয়োজিত ইফতার পার্টি ও রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটি ও চট্টগ্রাম এর প্রথম স্কুল শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটি ও রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর আওতাধীন রাঙ্গামাটি বিজ্ঞান ক্লাব ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটির ঘোষণা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সভাপতি মোঃহেফাজত বাবলু।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ও গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মুহাম্মদ মহিউদ্দিন মাহি। উপদেষ্টা ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ মো.নুরুল কবীর। মিডিয়া উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম জাবেদ। নিশাত গ্রুপ অব কোম্পানি লিমিটেড এর পরিচালক এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ,চট্টগ্রাম মহানগর এর সভাপতি আবদুল্লাহ আল মামুন নিশাত। রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহেদ হোসাইন নোবেল এবং কার্যনিবার্হী সদস্য ও ক্যাম্পাস প্রতিনিধিগণ। রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর নবগঠিত কার্যনিবার্হী কমিটি সম্পর্কে নিশাত গ্রুপ এর পরিচালক বলেন,রিসার্চ ল্যাব চট্টগ্রাম বর্তমান সময়ের জনপ্রিয় বিজ্ঞান ক্লাব।রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্যোগী কাজের ফলেই বাংলাদেশ এগিয়ে যাবে।সকল কমিটি মেম্বারদের শুভকামনা জানিয়েছেন তিনি।রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর উপদেষ্টা মোঃনুরুল কবীর, রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর আওতাধীন ১ম স্কুল শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট এর ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটির তালিকা ঘোষণ করেন।এরপরেই রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ সেলিম জাবেদ,রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর আওতাধীন রাঙ্গামাটি বিজ্ঞান ক্লাব এর ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটির তালিকা প্রকাশ করেন ও সকলকে নিজেদের দায়িত্ব সুন্দরভাবে পালন করার আহ্বান জানান।সর্বোপরি, রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ মহিউদ্দিন মাহি রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর ২০২২-২৩ বর্ষের কার্যনিবার্হী কমিটির তালিকা ঘোষণা করেন এবং বলেন, নিজেদের দায়িত্বকে আমানত হিসেবে নিয়ে সকল কাজ করার আহ্বান জানান। তিনি মনে করেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম শুধু একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নয়,ভবিষ্যতে শিক্ষার্থীদের রোবটিক্স শিখার প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর ২০২২-২৩ বর্ষের নবগঠিত কার্যনিবার্হী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন- মো.হেফাজত বাবলু- সভাপতি; তন্ময় নাথ- সহ-সভাপতি; জিনিয়া আফরিন সূচী - সাধারণ সম্পাদক ; জোবায়ের ইসলাম - যুগ্ম সাধারণ সম্পাদক ; ইফতেখার আহমেদ - কোষাধ্যক্ষ ; ইফতেখার হুসাইন - আন্তর্জাতিক বিষয়াবলি সম্পাদক ; সালিম সিদ্দিকী- তথ্য ও গবেষণা সম্পাদক; কে.এম নুসরাত জাহান জেরিন - ত্রাণ এবং সামাজিক কল্যাণ সম্পাদক ; ফাহামিদুল ইসলাম- অফিস সম্পাদক ; নাবিলা তাবাসসুম - প্রচার এবং প্রকাশনা সম্পাদক ; তানভীর রহমান - বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ; সৈয়দা নাজিফা নুর নুথক- শিক্ষা ও মানবসম্পদ কর্মকর্তা ; সালমান সাঈদ- বাণিজ্য ও শিল্প সম্পাদক ; আব্দুল্লাহ সরকার - সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ; ইসতিয়াক আমিন শান্ত- ওয়েব ডেভেলপার এবং সাইবার নিরাপত্তা সম্পাদক ; পাপ্পু দে- ওয়েব ডেভেলপার এবং সাইবার নিরাপত্তা যুগ্ম সম্পাদক ; শাহ আমানত হৃদয় - রোবটিক্স এবং গবেষণা উন্নয়ন সম্পাদক ; আকিবুল ইসলাম - রোবোটিক্স এবং গবেষণা উন্নয়ন যুগ্ম সম্পাদক ; জাবের হোসাইন সাকিব- রক্ত ব্যবস্থাপনা কোষ সম্পাদক ; হারুনুর রশিদ ফাহিম- রক্ত ব্যবস্থাপনা কোষ যুগ্ম সম্পাদক ; শফিকুল ইসলাম সোহাগ মির ও আব্দুল্লাহ মোহাম্মদ ইমন - গ্রাফিক্স ডিজাইনার।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর ১ম স্কুল শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউট ২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন-
মোঃ আলতাফুল মনির তোহা- সভাপতি; মোঃ সাইফুদ্দিন অভির - সহ সভাপতি ; আবরার জাওয়াদ- সাধারণ সম্পাদক ; ওয়াসিকুর রহমান- সহ সাধারণ সম্পাদক ; ওমর বিন রেজা- কোষাধ্যক্ষ ; রুকনিন সাদিদ তানজিম - অফিস সম্পাদক ; মোটাম্মাম আহম্মেদ চৌধুরী লাবিব- সম্পাদক( ত্রাণ ও সমাজকল্যান); এরশাদ আলী- সম্পাদক ( প্রচার ও প্রকাশনা); সাদমান শাহাদ- সম্পাদক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক); মোঃ সালমান শাহরিয়ার- সম্পাদক (শিক্ষা ও মানবসম্পদ) ; বেলায়েত হোসেন নাহিদ- সম্পাদক (রোবটিক্স রিসার্চ ও উন্নয়ন)।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর আওতাধীন রাঙ্গামাটি বিজ্ঞান ক্লাব এর কার্যকরী কমিটি ২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন-
ফজলে আসহাব সোহান- সভপতি; মোঃ ইবরাহীম - সহ-সভাপতি ; তানজিন সাবাহ- সাধারণ সম্পাদক ; রিপা ইসলাম ঋতি- সহ সাধারণ সম্পাদক ; সামিরা ইসলাম শান্তা- কোষাধ্যক্ষ ; তরী চাকমা- অফিস সম্পাদক ; আরমান হোসাইন তাসিন- সম্পাদক (আন্তর্জাতিক বিষয়াবলি) ; কাঞ্চন চাকমা- সম্পাদক(তথ্য ও গবেষণা বিষয়ক); অর্পিতা নন্দী- সম্পাদক (ত্রাণ ও সমাজকল্যাণ) ; আল-আমিন সাজিদ- সম্পাদক(প্রচার ও প্রকাশনা) ; মোঃ শাহাদাত মাঈ- সম্পাদক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক); জুবায়ের ইবনে আবদুল্লাহ- সম্পাদক (শিক্ষা ও মানবসম্পদ) ; তারুম চাকমা- সম্পাদক (সাংস্কৃতিক বিষয়ক); অরণ্য চক্রবর্তী- সম্পাদক (রোবটিক্স রিসার্চ ও উন্নয়ন) ; শারমিন আক্তার - সহ সম্পাদক (রোবটিক্স রিসার্চ ও উন্নয়ন)।
0 Comments