ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশব্যাপী শুরু হয়েছে “মেইড ইন বাংলাদেশ - রোবোটেক চ্যালেঞ্জ” প্রশিক্ষণ ও উদ্ভাবন প্রকল্প।
১৫ ই ফেব্রুয়ারী, ২০২৪ ইং এ বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুখীল উচ্চ বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী নিয়ে প্রাথমিকভাবে এই প্রশিক্ষণ শুরু করা হয়।
মূলত, শিক্ষার্থীদের বাস্তবমুখী ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে দেশব্যাপী যন্ত্রপাতিসহ রোবটিক্স প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনা শুরু করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
৩ ঘন্টা ব্যাপীর এই কর্মশালায় শিক্ষার্থীদের যন্ত্রপাতিসহ রোবটিক্স বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন বিজয়ীদের পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হয়।
0 Comments