Header Ads Widget

Responsive Advertisement

রিসার্চ ল্যাব চট্টগ্রাম কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের নতুন ল্যাব উদ্বোধন এবং টেলিস্কোপ হস্তান্তর করল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

রিসার্চ ল্যাব চট্টগ্রাম (কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাব)  এর নতুন অফিসের শুভ উদ্বোধন করলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক জনাব মোঃ মুনীর চৌধুরী। প্রযুক্তি ও রোবটিক্সের প্রতি আগ্রহ ও পরিশ্রম এর কারণে সর্বদা রিসার্চ ল্যাব চট্টগ্রাম কে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। শুভ উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে  রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সকল গবেষক ও উদ্ভাবকদের জন্য একটি টেলিস্কোপ উপহার করা হয়।এসময় উপস্থিত ছিলেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ মহিউদ্দিন মাহি, পরিচালক জনাব জাহেদ হোসাইন নোবেল, সহ-সভাপতি তন্ময় নাথ, সাধারণ সম্পাদক জিনিয়া আফরিন সূচী, সহ সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম ও কার্যনিবাহী কমিটির সদস্যগন। উপস্থিত সকলের উদ্দেশ্য মহাপরিচালক বলেন, প্রযুক্তিকে ও রোবটিক্সকে এগিয়ে নিতে বাংলাদেশে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর ভূমিকা অতুলনীয়। রোবটিক্সের প্রতি সকলকে আরও আগ্রহী করতে হবে এবং কীভাবে সমস্যা সমাধানে আরও বেশি রোবটিক্সের ব্যবহার করা যায় তা নিয়ে ভাবার কথা জানিয়েছেন।

Post a Comment

0 Comments