৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সারা বাংলাদেশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় সকল জেলা, উপজেলা এবং দুর্গম এলাকায় বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তির পাশাপাশি ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মোট জনসংখ্যার ৩০% তরুণদের রোবটিক্স গবেষণা ও ড্রোন প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। ২০১৯ সালের ৪ মার্চ থেকে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।রিসার্চ ল্যাব চট্টগ্রাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অনুমোদিত একটি কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাব। যেটি চট্টগ্রাম জেলা থেকে পরিচালিত হচ্ছে।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
২দিন ব্যাপী এই ওয়ার্কশপে বাংলাদেশে প্রথমবারের মতো FPV Drone নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সহ বরিশাল,কক্সবাজার ও ঢাকা জেলা থেকেও ২দিনের এই ওয়ার্কশপে প্রশিক্ষণ নিতে এসেছে প্রশিক্ষণার্থীরা। প্রশিক্ষণার্থীরা ২দিনের ওয়ার্কশপে সম্পন্ন আশানুরূপ ফলাফল পেয়েছে। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলন মো: শফিকুল ইসলাম (রোবটিক্স ইন্জিনিয়ার ও ইউএবি পাইলট) । প্রশিক্ষক বলেন, বাংলাদেশে ড্রোন এর চাহিদা বাড়ছে দিন দিন তেমনি বাড়ছে এই চাহিদা মেটানোর জন্যে প্রশিক্ষণ! বাংলাদেশে ড্রোন নিয়ে প্রশিক্ষণ খুব নেই বললেই হয়। ড্রোন এর আরেকটি পার্ট FPV Drone, এই প্রথম FPV Drone নিয়ে Workshop হয়েছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম
বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন পাইলট থাকা জরুরী।এতে করে কোনো রকম বিপদ অথবা দুর্ঘটনা এড়িয়ে থাকা যাবে।তিনি আশা করছেন বাংলাদেশের সকল পাইলট প্রশিক্ষণপ্রাপ্ত হবেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ও গ্লোবাল ফিলান্থপিক প্লানেট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান জনাব ড.মুহাম্মদ মহিউদ্দিন মাহি। তিনি বলেন, রিসার্চ ল্যাব চট্টগ্রাম সর্বদা প্রযুক্তিতে শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী এই কার্যকাম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সহযোগিতায় বাংলাদেশ রোবটিক্স ও সকল প্রযুক্তিতে এগিয়ে যাবে।
0 Comments