১৬ ই আগষ্ট, বুধবার রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর যৌথ উদ্যেগে আয়োজিত এসএমডি সোল্ডারিং ওয়ার্কশপ ও বিজ্ঞান সভা আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, অত্র ইন্সটিটিউট এর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর, এইচ ও ডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রামস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালক জাহেদ হোসাইন নোবেল এবং সঞ্চালনায় ছিলেন রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক জিনিয়া আফরিন সূচী।
মাইক্রো এবং ন্যানো টেকনোলজির বিরাট একটি অংশজুড়ে আছে এসএমডি টেকনোলজি। এটি মূলত প্রিন্টেড সার্কিট ডিভাইস। সূক্ষ্ম, স্বল্পতা ও জটিল ডিজাইন এর মাধ্যমে এর লেআউট তৈরি করে সার্কিটকে সুন্দর ও খরচ কম করতে ব্যবহৃত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ছিল এসএমডির গুরুত্ব, ব্যবহার, হাতে কলমে প্রশিক্ষণ এবং বিজ্ঞান সভা।
ওয়ার্কশপ ও বিজ্ঞান সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক করে গড়ে তুলতে ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর অর্থায়ন সহায়তায় যুগোপযোগী কাজ করে যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তি ব্যবহার পরিবেশ ও মানব কল্যাণে করতে বলেন এবং সকল বিষয় বিবেচনা করেই প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে। এছাড়া রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালক ল্যাবের নানাবিধ ভবিষ্যত পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও উদ্ভাবন করে তা বাজারজাতকরণে. পরিকল্পনা উপস্থাপন করেন।
এছাড়া চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী জনাব মোঃ লুৎফর রহমান বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। তিনি রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালক জনাব জাহেদ হোসাইন নোবেল কে উন্নতমানের যন্ত্রপাতির তালিকা চেয়ে বলেন আপনি সকল প্রক্রিয়া আমাদেরকে প্রস্তাব করুন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখার ব্যবস্থা করে দিব এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর প্রকৌশলী জনাব মোঃ রেজাউল করিমও রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর এমন অসাধারণ উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন।
0 Comments