Header Ads Widget

Responsive Advertisement

"চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত হয়েছে 'চট্টগ্রাম রোবটিক্স এ্যান্ড রিসার্চ অলিম্পিয়াড - ২০২১"

 


রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এর যৌথ আয়োজনে এবং সহযোগিতায় চট্টগ্রামে দিনব্যাপী আয়োজিত হয়েছে  “চট্টগ্রাম রোবটিক্স এন্ড রিসার্চ  অলিম্পিয়াড  - ২০২১” 

২০ নভেম্বর  ২০২১ ,  শনিবার সকাল ১০ ঘটিকায় অলিম্পিয়াডের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী।  

চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে  অনুষ্ঠিত  উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফিলান্থ্রপিক  প্লানেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,  কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইকোনোমিক্স ইংলিশ প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা,  বিশিষ্ট  লেখক ও গবেষক,  ডক্টর মুহাম্মদ মুহিউদ্দিন  মাহি; প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফ এইচ খান স্বপন;  চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়ের  পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ  নাসরুল্লাহ; প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ জনাব ইইউএম ইন্তেখাব; রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর মিডিয়া উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম জাবেদ, রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক তরুন বিজ্ঞানী জনাব জাহেদ হোসেইন নোবেল;  গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশনের  এক্সিকিউটিভ মেম্বার  বিশিষ্ট  শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইসমাইল; রোবমেন্ট আর এন্ড ডি ল্যাব গাজিপুর এবং রিসার্চ  ল্যাব চট্টগ্রামের প্রধান সম্বনয়ক শুকান্ত শর্মা শিপ্লব; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর  কিউরেটর সুকল্যান বাছাড় ও মোহাম্মদ আনিসুর রহমান; প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের কম্পিউটার  সাইন্সও আইটি ডিপার্টমেন্টের হ্যাড জনাব নুরুল আফসার;  রিসার্চ ল্যাব চট্টগ্রামের সভাপতি  তরুন বিজ্ঞানী জনাব  মোহাম্মদ  হেফাজত বাবলু; রিসার্চ  ল্যাব চট্টগ্রামের সাধারণ  সম্পাদক  তরুন বিজ্ঞানী  জিনিয়া আফরিন সূচি সহ রিসার্চ ল্যাব চট্টগ্রামের সকল কার্যকরী পরিষদ সদস্য  এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল শিক্ষক ও কর্মচারীবৃন্দ; মিডিয়া ব্যক্তিবর্গ; বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।  

চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত  Chattogram Robotics  and Research  olympiad - 2021" এর বর্ণাঢ্য অনুষ্ঠানে সকাল থেকে আয়োজিত  হয়েছে - রোবটিক্স কুইজ প্রতিযোগিতা,রোবট প্রজেক্ট শোকেসিং, রোবট প্রস্তুতকরণ ওয়ার্কশপ ও  রোবটের হরেকরকম প্রতিযোগিতা  যেমন ফুটবট, লাইন ফলোয়ার কম্পিটিশন,  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজু বাস ও 4D মুভি বাস প্রদর্শন। 

দুপুর ৩ ঘটিকায় “রোবটিক্স প্রযুক্তি ও গবেষণাঃ বাংলাদেশ প্রেক্ষিত” বিষয়ের উপর সেমিনার এবং অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরী, গেষ্ট অব অনার হিসেবে ছিলেন মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)চট্টগ্রাম,  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কৌশিক দেব, গ্লোবাল ফিলান্থ্রপিক  প্লানেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইকোনোমিক্স ইংলিশ প্রোগ্রামের কো-অর্ডিনেটর এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা,  বিশিষ্ট  লেখক ও গবেষক,  ডক্টর মুহাম্মদ মুহিউদ্দিন  মাহি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ নুরুল কবীর, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব আশরাফ এইচ খান স্বপন; প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ জনাব ইইউএম ইন্তেখাব; রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক তরুন বিজ্ঞানী জনাব জাহেদ হোসাইন নোবেল।

সেমিনারে বক্তারা বলেন, রোবটিক্স প্রযুক্তি ও গবেষণা বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশন প্রজেক্টের একটি অংশবিশেষ। 

ক্ষুদে ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রদর্শনীগুলো দেখে বক্তারা বলেন আগামীর বাংলাদেশ হবে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। রোবটিক্স প্রযুক্তি এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্টে জাতীয় পর্যায়ে বাংলাদেশের উন্নয়নে আজকের তরুণ বিজ্ঞানীরাই অগ্রনী ভুমিকা রাখবে। প্রশাসনিক এবং দাপ্তরীক ব্যবস্থাপনায় উন্নতমানের রোবটিক্স প্রযুক্তি উদ্ভাবনে এবং দেশে স্মার্ট নগরীতে পরিণত করতে রোবটিক্স প্রযুক্তি একটি অভৌতপূর্ব পরিবর্তন নিয়ে আসতে পারবে। বক্তারা ক্ষুদে এবং তরুণ বিজ্ঞানীদেরকে তাদের মেধা ও প্রতিভা বিকাশে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে চালিয়ে যাওয়ার জন্য উদ্ভুদ্ধ করেন এবং আন্তরিক সহযোগীতা করারও প্রতিশ্রুতি দেন।

সেমিনার শেষে সারা বাংলাদেশ থেকে  বিভিন্ন রোবটটিক্স ক্যাটাগরি ও উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ জন বিজয়ীদেরকে পুরষ্কার এবং সনদ প্রদান করা হয়।

Post a Comment

0 Comments