৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীেদের বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তিতে প্রশিক্ষণ, উৎসাহ ও সহযোগিতা প্রদানের মাধ্যমে সমগ্র বাংলাদেশকে একটি আধুনিক বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তি ভিত্তিক দেশ গঠনে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
২০২১ সালের জানুয়ারী হতে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স ক্যাম্প আয়োজন করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। বর্তমানে অনলাইনে এই ক্যাম্পেইনের ৯ম ক্যাম্প চলছে সারা দেশে।
অনলাইন ক্যাম্পেইনের পাশাপাশি রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর রোবটিক্স দল বিভিন্ন জেলা ও উপজেলায় রোবটিক্স ক্যাম্প পরিচালনা করছে।
দেশে ১ম জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় গত ১ জুলাই, ২০২১ ইং শুরু হয় রোবটিক ক্যাম্প। চট্টগ্রামের ১৬ টি নিবন্ধিত স্কুলে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক ক্যাম্প পরিচালিত করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম যা শেষ হয় নভেম্বর, ২০২১ ইং এ। রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর চলমান ক্যাম্পেইন ২০২১ ইং এর জরীপে লক্ষ্য করা যায়, জেলার শিক্ষার্থীরা রোবটিক্স বা অন্যান্য বিষয়ে শিক্ষা গ্রহণে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে পার্বত্য জেলা এবং গ্রামের শিক্ষার্থীরা।
এই জরীপের উপর ভিত্তি করে পার্বত্য জেলায় রোবটিক্স ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর রোবটিক্স প্রতিনিধিগণ।
গত ৯ ই জুন ২০২১ ইং এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে রিসার্চ ল্যাব চট্টগ্রাম কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবকে রোবটিক্স প্রশিক্ষণ প্রদানের জন্য ২২ সেটের রোবটিক্স সামগ্রী প্রদান করে।
প্রদত্ত যন্ত্রপাতির নিয়ে সারাদেশে অনলাইন ও অফলাইনে রোবটিক্স প্রশিক্ষণের কার্যক্রম শুরু করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। বর্তমানে সারা বাংলাদেশে ৯ টি ক্যাম্পেইনের মাধ্যমে ১২শ এর অধিক শিক্ষার্থীকে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ প্রদান করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
আগামী ১৯ ই মার্চ ২০২২ ইং থেকে পার্বত্য জেলা ও লোহাগাড়া উপজেলার মোট ৩০ টি স্কুলে রোবটিক্স ক্যাম্প পরিচালনা করতে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। এই ক্যাম্পের মাধ্যমে ২০ দিনে মোট ৯০০ জন শিক্ষার্থীকে রোবটিক্সের উপর যন্ত্রপাতি সহিত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এমন ভিন্ন ধর্মী ও গুরুত্বপূর্ণ ক্যাম্প পরিচালনায় অর্থায়ন সহযোগিতা করছে রাঙামাটি জেলা প্রশাসন এবং উপজেলা উপজেলা প্রশাসন।
ক্যাম্পেইনের বিষয়ে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালক (জাতীয় পুরষ্কার ও বঙ্গবন্ধু স্মারক সম্মাননা প্রাপ্ত) তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল জানান, বর্তমান প্রজন্মকে রোবটিক্স প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তোলা হচ্ছে। এর ফলে বাংলাদেশ আগমাী ৩০ বছরে বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তিতে বিরাট একটি সফলতা অর্জন করতে পারবে। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা ও লোহাগাড়া উপজেলা ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর ইফতিখার আহমেদ জানান, প্রতিবারের ন্যায় এইবারও রিসার্চ ল্যাব চট্টগ্রাম ভিন্ন রকম ক্যাম্পেইন পরিচালনা করতে যাচ্ছে, এতে শিক্ষার্থীরা রোবটিক্স প্রযুক্তিতে অনেক বিষয় ব্যবহারিকভাবে শিখতে পারবে।
0 Comments