২০২১ সালের জানুয়ারী হতে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স ক্যাম্প আয়োজন করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। বর্তমানে অনলাইনে এই ক্যাম্পেইনের ৯ম ক্যাম্প চলছে সারা দেশে।
অনলাইন ক্যাম্পেইনের পাশাপাশি রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর রোবটিক্স দল বিভিন্ন জেলা ও উপজেলায় রোবটিক্স ক্যাম্প পরিচালনা করছে।
দেশে ১ম জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় গত ১ জুলাই, ২০২১ ইং শুরু হয় রোবটিক ক্যাম্প। চট্টগ্রামের ১৬ টি নিবন্ধিত স্কুলে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক ক্যাম্প পরিচালিত করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম যা শেষ হয় নভেম্বর, ২০২১ ইং এ। গত ৯ ই জুন ২০২১ ইং এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হতে রিসার্চ ল্যাব চট্টগ্রাম কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবকে রোবটিক্স প্রশিক্ষণ প্রদানের জন্য ২২ সেটের রোবটিক্স সামগ্রী প্রদান করে।
প্রদত্ত যন্ত্রপাতির নিয়ে সারাদেশে অনলাইন ও অফলাইনে রোবটিক্স প্রশিক্ষণের কার্যক্রম শুরু করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। বর্তমানে সারা বাংলাদেশে ৯ টি ক্যাম্পেইনের মাধ্যমে ১২শ এর অধিক শিক্ষার্থীকে বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ প্রদান করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
আয়োজিত স্কুল রোবটিক এর শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম। ক্যাম্পেইনে শুভ সূচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের রোবটিক্স নিয়ে অনেক বেশি গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করতে বলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন শিক্ষার্থীদের।
ক্যাম্পেইন নিয়ে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদ হোসাইন নোবেল জানায়, শহর বা নগর অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞান ও রোবটিক্স নিয়ে উদ্ভাবন ও গবেষণা নিয়ে যতটুকু জানে বা শিখছে তার চেয়ে অনেক পিছিয়ে পার্বত্য জেলা ও গ্রামীণ ছেলেমেয়েরা।
তাই ভিন্নভাবে রিসার্চ ল্যাব চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের পাশাপাশি এবার পার্বত্য জেলা ও গ্রামীণ এলাকার ছেলেমেয়েদেরও রোবটিক্স প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম শুরু করে।
0 Comments