বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও রোবটিক্স গবেষণা ক্লাব হিসেবে পরিচিতি অর্জন করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মোট জনসংখ্যার ৩০% তরুণদের রোবটিক্স গবেষণা ও প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে কাজ করছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে যন্ত্রপাতি সহিত রোবটিক্স প্রশিক্ষণ, বিভিন্ন জেলার আওতাধীন স্কুলগুলোতে 'স্কুল রোবটিক্স ক্যাম্পেইন' পরিচালনা, বিভিন্ন রোবটিক্স যন্ত্রপাতি তৈরি, শিক্ষার্থীদের রোবটিক্স গবেষণার জন্য অফিস স্পেস ব্যবহারের সুবিধাসহ ইত্যাদি বিষয় নিয়ে ২০১৯ সালের ৪মার্চ থেকে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অনুমোদিত একটি কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাব। যেটি চট্টগ্রাম জেলা থেকে পরিচালিত হচ্ছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা ও রাঙামাটি পার্বত্য জেলার স্কুল সমূহে রোবটিক্স ক্যাম্পেইন আয়োজন করে এক অন্যরকম মর্যাদা লাভ করে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
৯ টি অনলাইন ক্যাম্পেইন, ২ টি জেলা ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২৬০০ শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে ব্যবহারিকসহ প্রশিক্ষণ প্রদান করেছে রিসার্চ ল্যাব চট্টগ্রাম।
0 Comments