আজ ১৭ ই মে, ২০২২ ইং বিকেল ৩ টায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২২ দিন ব্যাপী স্কুল রোবটিক ক্যাম্প - ২০২২ ইং বরকল উপজেলা এর শুভ উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্রদ্ধেয় এস এম ফেরদৌস ইসলাম স্যার।
উদ্বোধন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল পিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ মুহিউদ্দীন মাহি স্যার, রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহেদ হোসাইন নোবেল ভাইয়া এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, রাঙামাটি রোবটিক্স ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।
আগামী ১৮ ই মে থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর আয়োজনে, Rangamati Hill District Administration এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন বরকল এর সার্বিক তত্ত্বাবধানে এবং Research Lab Chattogram এর পরিচালনায় রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম উপজেলা বরকল এ শুরু হবে ২২ দিন ব্যাপী স্কুল রোবটিক ক্যাম্পেইন - ২০২২ ইং।
উপস্থিত সকলকে স্বাগতম জানিয়ে গ্লোবাল ফিলান্থ্রপিক প্লানেট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান এবং রিসার্চ ল্যব চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ মহিউদ্দিন মাহি স্যার বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও রিসার্চ ল্যাব চট্টগ্রাম বাংলাদেশের সকল শিক্ষার্থীদের রোবটিক্স শেখার আগ্রহকে জাগিয়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।এই উদ্যেগে রাঙ্গামাটি জেলা প্রশাসন সহযোগিতা করে শিক্ষার্থীদের আরও আগ্রহ জাগিয়েছে। এই সময় তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তারা যেন সর্বাবস্থায় রোবটিক্স নিয়ে কাজ করে, নতুন নতুন উদ্ভাবন তৈরি করে এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল এর মতো তারাও যেন জাতীয়ভাবে স্বীকৃতি অর্জন করতে পারে। অভিভাবকদেরকে বিনয়ের সাথে বলেছেন উনারা যেন শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তুলতে সহায়তা করেন এবং তিনি মনে করেন এই শিক্ষার্থীদের মধ্যেই একদিন আন্তজার্তিকভাবে স্বীকৃতি অর্জন করবে।নাসা অব্দি যাওয়ার মতো প্রতিভা রয়েছে আমাদের শিক্ষার্থীদের।সঠিক প্লাটফর্ম পেলেই বিশ্বকে তাক লাগাবে।রাঙ্গামাটি জেলা প্রশাসনকে মাহি স্যার বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন যেন সর্বদা রোবটিক্স শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের পাশে থাকেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্রদ্ধেয় এস এম ফেরদৌস ইসলাম স্যার তার বক্তব্যে বলেন, ৪র্থ শিল্প বিপ্লব আমাদের জন্যে সত্যিই একটি বিপ্লব।তিনি বরকল উপজেলা ক্যাম্পেইন এর সফলতা কামনা করে বলেছেন, ২২দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা চাই সর্বদা শিক্ষার্থীরা রোবটিক্স নিয়ে শিখুক।রোবটিক্স আবার কী! এই ধরনের অভিব্যক্তি থেকে বেরিয়ে এসে সকলে যেন রোবটিক্স শিক্ষাকে ছড়িয়ে দেয়।রিসার্চ ল্যাব চট্টগ্রাম কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। যে টিমটি বরকল উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করেছেন তাদের শুভকামনা জানিয়েছেন। তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
উদ্বোধন শেষে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব জাহেদ হোসাইন নোবেল বলেন,রিসার্চ ল্যাব চট্টগ্রাম সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করে যাবে রিসার্চ ল্যাব চট্টগ্রাম দল।দেশকে ৪র্থ শিল্প বিপ্লবে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী ও অভিভাবকদের একাগ্রতা কামনা করে উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
0 Comments