'শিখবে সবাই রোবটিক্স' স্লোগানকে লক্ষ্যে রেখে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় শুরু হয়েছে স্কুল রোবটিক ক্যাম্প ২০২২ ইং।
আজ মোস্তফা বেগম গার্লস স্কুল এ্যান্ড কলেজ এ প্রশিক্ষণ চলাকালীন পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফ উল্যাহ এবং লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরীফ উল্যাহ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাওন ভূঁইয়া, উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো : ইলিয়াছ ও মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সৈয়দ আহমদ।
রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল লোহাগাড়া উপজেলা প্রশাসনকে বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী করে গড়ে তুলতে এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ও সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
0 Comments