চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কতৃক আয়োজিত CIU Tech Carnival 2023 এ প্রজেক্ট শোকেচিং ক্যাটাগরিতে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর শাখা ক্লাব শাহ ওয়ালিউল্লাহ সায়েন্স এ্যান্ড রোবটিক্স সোসাইটি এর অংশগ্রহণ ও পুরস্কার অর্জন।
গত ১৩ জুলাই ২০২৩ ইং দিনব্যাপী আয়োজিত হয় CIU Tech Carnival 2023। এই প্রতিযোগিতায় প্রজেক্ট শোকেসিং ক্যাটাগরিতে প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার্সআপ হয় শাহ ওয়ালিউল্লাহ সায়েন্স এ্যান্ড রোবটিক্স সোসাইটি। প্রজেক্টের নাম স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম এবং ফায়ার বিগ্রেডিয়ার রোবট। প্রথম রানার আপ বিজয়ী দলের সদস্য হল আলতাফ মুনির তোহা, উমর বিন রেজা। দ্বিতীয় রানার আপ বিজয়ী দলের সদস্য হল মোহাম্মদ সাইফু উদ্দনিন অভির, ফুয়াদ বিন সফিউল্লাহ, আরিফুল্লা বাবু।
0 Comments